দিরাই শাল্লা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ : শিশির মনির
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫০:০৪ অপরাহ্ন
শাল্লা প্রতিনিধি: বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এবং দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শিশির মনির বলেছেন, দিরাই-শাল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতির যে শত বছরের ঐতিহ্য রয়েছে, তা বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে হিন্দু-মুসলমানের মিলবন্ধন অটুট রয়েছে এবং এ বন্ধন বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব। তিনি আরও বলেন, সংখ্যালঘু শব্দের কোনো প্রয়োজন নেই, আমরা সকলে এই দেশের সমান অধিকারভুক্ত নাগরিক। এদেশে যেমন মসজিদে আজান হবে, তেমনি মন্দিরে পূজাও চলবে -এটাই আমাদের সম্প্রীতির বাংলাদেশ।
তিনি সোমবার দিনভর দুর্গাপূজা উপলক্ষে শাল্লা উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শনকালে একথা বলেন। তিনি নিয়ামতপুর, আনন্দপুর, হবিবপুর, সাউদেরশ্রী, শাসখাই, ডুমরা, মুক্তারপুর, মেঘনাপাড়া ও ঘুঙ্গিয়ার গাঁও কালিমন্দিরসহ ১০টি সার্বজনীন পূজাম-প পরিদর্শন করেন।
এছাড়া দুর্গাপূজা উপলক্ষে মোহাম্মদ শিশির মনিরের উদ্যোগে শাল্লার বিভিন্ন পূজাম-পে গরিব ও বিধবা নারীদের মধ্যে পাঁচ শতাধিক শাড়ি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টিকেন্দ্র দাস, বিশ্বরূপ দাস, তপন সরকার, বাবলু মেম্বার, রথীন্দ্র দাস, তৌহিদ মনির, আমজাদ হোসেন ইমন, সবির মিয়া, রাহাত মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।