বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতাসহ পিকআপ জব্দ
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ৮:২৪:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতা জব্দ করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে শাহপরান থানাধীন মুরাদপুর পয়েন্ট থেকে চা-পাতাসহ একটি পিকআপ আটক করা হয়।
পুলিশ জানায়, শাহপরান থানাধিন মুরাদপুর পয়েন্টে চেকপোষ্ট অভিযানে একটি পিকআপকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে দ্রুত কুশিঘাটের দিকে পালিয়ে যায়। পরে পুলিশ ধাওয়া দিলে দুইজন পিকআপ থামিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ তল্লাশী চালিয়ে ২০ বস্তায় ৭ শ ৬০ কেজি ভারতীয় চা-পাতা জব্দ করে। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৮০ হাজার টাকা।
মঙ্গলবার এ নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া কর্মকর্তা উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।