সিলেটে ইনকিলাবের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ৮:২৬:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ‘ভুল তথ্য উপস্থাপন করে সংবাদ প্রকাশ করায়’ দৈনিক ইনকিলাবের বিরুদ্ধে সিলেটের আদালতে ৫০ কোটি টাকার মানহানির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার এক আইনজীবী। সোমবার (২৯ সেপ্টেম্বর) সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (১ম) আদালতে মামলাটি দায়ের করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সিলেট জজকোর্টের আইনজীবী, বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তেঘরী গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট শামীম আহমদ।
মামলায় ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম বাহাউদ্দীন (প্রধান অভিযুক্ত) ও বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম, তেঘরীয়া গ্রামের ৫ জনসহ মোট ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি।
মামলার আরজি সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর ইনকিলাব পত্রিকার ৯নং পৃষ্ঠার ৫নং কলামে ‘কোটি টাকার খাস জমি আত্মসাৎ চেষ্টা : বিশ্বনাথে উত্তেজনা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম সংবাদটির প্রেরক। ‘ভুল তথ্যে সংবাদ প্রকাশ করার’ অভিযোগে মোট ৭ জনকে অভিযুক্ত করে মানহানির মামলা দায়ের করেন বাদী অ্যাডভোকেট শামীম আহমদ।
মামলায় শামীম আহমদ উল্লেখ করেন, প্রকাশিত সংবাদে মৌরসী সম্পত্তিকে সরকারের খাস খতিয়ানের ভূমি বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া অ্যাডভোকেট শামীম আহমদকে ভূমি আত্মসাৎকারী ও মামলাবাজ হিসেবে চিহ্নিত করে উপস্থাপন করা হয়েছে। এমন ‘মিথ্যা ও ভুল তথ্যে’ তার ৫০ কোটি টাকার মানহানি হয়েছে।
দায়েরকৃত মামলার অন্য অভিযুক্তরা হলেন- উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের তেঘরী গ্রামের মৃত জাবিদ আলীর পুত্র নুরুল হক, মৃত তজম্মুল আলীর পুত্র আঙ্গুর মিয়া, মুজিবুর রহমানের ছেলে মাসুম আহমদ, তোফায়েল আহমদ ও নুরুল হকের ছেলে আবু শহীদ কামরান।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দৈনিক জালালাবাদকে এর সত্যতা নিশ্চিত করেছেন মামলার বাদী অ্যাডভোকেট শামীম আহমদ। তিনি বলেন, আদালত মামলার আরজি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।