আজ মহানবমী
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৫, ১২:৩৬:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজার আজ চতুর্থ দিন মহানবমী উদযাপিত হচ্ছে। আগামীকাল বিজয়া দশমীর মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি হবে। নবমী পূজার এদিনে দেবীকে প্রাণভরে দেখবে ভক্তকুল। কারণ, পরদিন ভক্তদের কাঁদিয়ে কৈলাসে ফিরে যাবেন দুর্গতিনাশিনী।
এদিকে মহা অষ্টমীর দিনে গতকাল সকালে দেবীর শুদ্ধ বালিকা মাতৃরূপী প্রতিমূর্তি ‘কুমারী পূজা’ অনুষ্ঠিত হয়েছে। সিলেটে এবার প্রথম এই পূজা অনুষ্ঠিত হয়। শহরতলীর দক্ষিণসুরমা গোটাটিকরের জৈনপুরে ‘শ্রীশ্রী মহালক্ষী ভৈরবী গ্রীবা মহাপীঠস্থান” সংলগ্ন দুর্গা মন্দিরে এ পূজো অনুষ্ঠিত হয়। পীঠস্থান পরিচালনা কমিটির আয়োজনে এ দিনে কুমারী মাতা রূপে পূজিত হন ৬ বছর বয়সী অন্নপূর্ণা চক্রবর্তী আয়ুসী। অন্নপূর্ণা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ব্রাহ্মণপাড়ার বিভাস রঞ্জন চক্রবর্তী ও হেপী চক্রবর্তীর দু’সন্তানের মধ্যে কনিষ্ঠ।
কুমারী পূজা উপলক্ষে সকাল থেকেই অনুষ্ঠানস্থল ছিল লোকে লোকারণ্য। সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে কুমারী মাতার দর্শন লাভের আশায় হাজারো পূণ্যার্থী এ সময় গোটাটিকরসহ পার্শ্ববর্তী এলাকায় অবস্থান নেন।