শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৫, ৬:২০:০৯ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাইভেট কার ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আব্দুল গফুর শেখ (৪১) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-সিলেট পুরাতন হাইওয়ে সড়কের মতিগঞ্জ লইয়ারকুল ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য অজয় সিং (৪২) এবং ব্যবসায়ী মো. তানভীর হোসেন (জনি)। আহত অজয় সিং বর্তমানে মৌলভীবাজার লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তানভীর হোসেন জনি সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের আইসিউতে ভর্তি আছেন। নিহত আব্দুল গফুর শেখ শহরের স্টেশন রোডের মিতালী ম্যানসনে কাপড়ের ব্যবসা করতেন। তিনি শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকার মৃত সিদ্দিক শেখের ছেলে। আহত তানভীর হোসেন জনি পৌরসভার সাবেক কাউন্সিলর মিল্লাদ হোসেনের ছেলে এবং অজয় সিং পূর্বাশা এলাকার নারায়ণ সিং এর ছেলে।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. নাজিম উদ্দিন জানান, সকাল ৬টা ৮ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল গফুর শেখকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শারমীন আক্তার জানান, সকাল সাড়ে ৬ টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজন মারা যান এবং বাকি দুইজনকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।