সিলেটে ‘কওমি কনফারেন্স’ আজ
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৫, ১২:৩০:৩০ অপরাহ্ন
সিলেটে প্রথমবারের মতো বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কওমি কনফারেন্স’। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত সিলেট মহানগরের কিনব্রিজ-সংলগ্ন সারদা হলে ঐতিহাসিক এ কনফারেন্সের আয়োজন করা হয়েছে।
‘সম্মিলিত কওমি ফোরাম, সিলেট’র উদ্যোগে আয়োজিত এ কনফারেন্সে শিক্ষা ও আদর্শের বিস্তারে কওমি মাদরাসার অবদান, আধুনিকবিশ্বে কওমি শিক্ষার চ্যালেঞ্জ, গবেষণা ও পেশাগত দক্ষতা এবং জাতীয় অঙ্গনে কওমি শিক্ষার্থীদের দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে।দেশের খ্যাতিমান ইসলাম চিন্তাবিদ, আলেম, ভাষ্যকার, লেখক, সাহিত্যিক ও গবেষকরা এতে বক্তব্য রাখবেন।
কনফারেন্সে নাশিদ ও তারানা পরিবেশন, কওমি অঙ্গনের সুদীর্ঘ ইতিহাস-ঐতিহ্য ও স্বকীয়তা বর্ণনা এবং দেশ, জাতি ও ধর্মের জন্য কওমি আলেম-ছাত্রজনতার আত্মত্যাগের বিষয়ে মোটিভেশনাল স্পিকিং হবে। এছাড়া মোড়ক উন্মোচন করা হবে স্মারকগ্রন্থের। বিজ্ঞপ্তি