বইয়ের পাতার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠকমেলা
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৫, ৮:৩৫:৫৫ অপরাহ্ন
বইয়ের পাতা এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠক মেলা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে পাঠক, ভলান্টিয়ার এবং এম্বাসেডরদের অংশগ্রহণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বইয়ের পাতার পরিচালক রেজাউল করিম এবং সঞ্চালনা করেন পরিচালক আবু বকর সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. শাহাদাৎ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সংগঠক সিদ্দিক আহমদ ও হুমায়ুন আহমদ। প্রধান অতিথি তার বক্তব্যে বই পড়ার গুরুত্ব, ডিভাইস আসক্তি থেকে মুক্ত থাকার উপায়, ইতিহাস জানার প্রয়োজনীয়তা এবং বইয়ের পাতার কার্যক্রমের প্রশংসা তুলে ধরেন।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বইয়ের পাতার পরিচালক সাঈদ আহমদ, শামীম পাটোয়ারি, সেক্রেটারিয়েট সদস্য আবু রাইয়্যান সায়েম এবং জুবায়ের আহমদ। অনুষ্ঠানে বক্তারা বইয়ের পাতার দীর্ঘদিনের কার্যক্রমকে ‘সমাজে পাঠাভ্যাস গড়ে তোলার এক অনন্য উদ্যোগ’ বলে আখ্যায়িত করেন। বিজ্ঞপ্তি