দলদলি চা বাগানে ১০ জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৫, ৮:৫৯:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট নগরী থেকে ১০ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত পৌণে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানার দলদলি চা বাগানের ভিতর থেকে তাদের জুয়া খেলারত অবস্থা থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
বুধবার (১ অক্টোবর) বিকেলে এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তাদেরকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- শাহপরান থানার উত্তর বালুচরের মালচত্তর এলাকার মৃত বকুল মিয়ার ছেলে রাজু আহমদ পাবেল (২৫), উত্তর বালুচর জোনাকী আবাসিক এলাকার মো. আলকাছ মিয়ার ছেলে মাসুদ আহমদ (২৩), উত্তর বালুচর এলাকার মৃত এলাম উদ্দিনের ছেলে মো. মঙ্গল মিয়া (৩৭), বালুচর ২নং মসজিদ সংলগ্ন এলাকার মৃত মিরাজ মিয়ার ছেলে সোহেল নূর, উত্তর বালুচরের ইরশাদ আলীর ছেলে মো. রিয়াজ উদ্দিন (৫৩), একই এলাকার রুনু মিয়ার ছেলে পাপ্পু আহমদ (৩৫), আব্দুল কাদেরের ছেলে বিল্লাল আহমদ (৩৮), আব্দুল কাদিরের ছেলে আরশাদ আলী (৪৫), রাজবাড়ী জেলার পাংশা থানার উলানগর গ্রামের আব্দুল মজিদের ছেলে শাহাব উদ্দিন (৩২), একই থানার ততিপুর গ্রামের আনসার আলী মন্ডলের ছেলে সৈকত ইসলাম (২৮)।