ঘাসিটুলা থেকে যুবলীগ নেতা সোহেল আটক
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৫, ৮:৫৮:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট নগরী থেকে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নগরীর ঘাসিটুলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম সোহেল আহমদ। তিনি ১০নং ওয়ার্ডের মজুমদারপাড়ার মো. মোক্তার মিয়ার ছেলে ও ওয়ার্ড যুবলীগ নেতা।
তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত দুটি মামলার আসামী। এছাড়াও অপর একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম বলেন, আটক সোহেলকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।