ফেঞ্চুগঞ্জে ২৩ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৫, ৯:১০:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ২৩ ধরে নিখোঁজ রয়েছেন সিলেটের ফেঞ্চুগঞ্জের এক মাদ্রাসা ছাত্র। তার নাম শেখ বুরহান উদ্দিন সজিব (১৫)। সে ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩নং ঘিলাছড়া ইউনিয়নের কুরবানপুর গ্রামের শেখ জামাল আহমদের বড় ছেলে এবং সে স্থানীয় খোলাফায়ে রাশেদা দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র। সে গত ৭ সেপ্টেম্বর ২০২৫ রোববার দুপুর আড়াইটার দিকে স্থানীয় দনারাম থেকে নিখোঁজ হয়। ২৩ দিন পেরিয়ে গেলেও তাকে এখনো কোথাও খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর সোমবার ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারণ জিডি করা হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, জিডি করা হয়েছে। পুলিশ নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধানে কাজ করছে। এদিকে ছেলের সন্ধান ছেয়ে সকলের সহযোগিতা চেয়েছেন শেখ বুরহান উদ্দিন সজিবের বাবা শেখ জামাল আহমদ। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাকে খুঁজে পান বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে দয়া করে দ্রুত স্থানীয় থানায় কিংবা তার ব্যক্তিগত মোবাইল- ০১৭১২-৪৫১১৫৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।