আমাদের সুযোগ দিন সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ উপহার দিবো : মাওলানা হাবিব
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৫, ৯:২৯:৪০ অপরাহ্ন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে (সদর ও মহানগর) জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- আমাদের দেশে দ্বীন কায়েম হলে জনগণের জান-মাল ও ইজ্জত নিরাপদ থাকবে। তাই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে জামায়াতের বিকল্প নেই। জনগণের কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়াই আমাদের মূল লক্ষ্য। কারণ জামায়াত মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। একবার আমাদেরকে সুযোগ দিন। আমরা সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ উপহার দিবো।
তিনি বুধবার (১ অক্টোবর) সিলেট সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে পৃথক গণসংযোগ ও মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি ওয়ার্ডের বিভিন্ন মসজিদ, দোকানপাট, চা-স্টল ও বাসাবাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং হাতে হাতে নির্বাচনী লিফলেট বিতরণ করেন।
এছাড়া তিনি গণসংযোগ চলাকালে স্থানীয় বাসিন্দাদের নানা সমস্যার খোঁজখবর নেন এবং নির্বাচিত হলে জনস্বার্থমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখার প্রতিশ্রুতি দেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজার খোঁজখবরও নেন তিনি।
গণসংযোগে উপস্থিত ছিলেন- বিমানবন্দর থানা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল লতিফ, ৭নং ওয়ার্ড সভাপতি মো. আনোয়ার হোসেন পাঠান, সেক্রেটারী মো. ফরিদ আহমদ, অর্থ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বাহারুল ইসলাম রিপন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. লুৎফর রহমান, ট্রেড ইউনিয়ন শ্রমিক কল্যাণ সেক্রেটারি মো. ফরিদ আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী মো. আলেক মিয়া, ফজলু মিয়া, যুব বিভাগের নেতা কাজী মিজান প্রমূখ। গণসংযোগকালে সাংগঠনিক জনশক্তি ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। বিজ্ঞপ্তি