ইস্টহ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৫, ৬:৩৫:১৩ অপরাহ্ন
লল্ডনের ইলফোর্ডের রেডব্রিজ স্পোর্টস সেন্টারে রোববার অনুষ্ঠিত হলো চতুর্থ ইস্টহ্যান্ডস চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫। এতে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১০৮টি দল অংশগ্রহণ করে।
এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে সুবিধাবঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার জন্য তহবিল সংগ্রহ। টুর্নামেন্টে তিনটি বিভাগে খেলা হয়। বিজয়ীরা চার শত পাউন্ড, রানার-আপ দুই শত পাউন্ড এবং তৃতীয় স্থান অধিকারীদের ট্রফি প্রদান করা হয়। গ্রুপ এ-তে চ্যাম্পিয়ন হন ফিফি ও মিতুন, গ্রুপ সি-তে জাহিদ ও ফারিস, আর গ্রুপ ডি-তে মুরাদ ও বাবুল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশি চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট রফিক হায়দার, সাবেক মেয়র কাউন্সিলর জুসনা ইসলাম, ট্রাভেললিংকের সিইও সামি সানাউল্লাহ, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি হেড টিচার আশিদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন মুহিত উদ্দিন, হাবিব রহমান, দিলোয়ার হোসেন, আব্দুর রহমান, ব্যারিস্টার তারেক চৌধুরীসহ কমিউনিটির অন্যান্য ব্যক্তিরা।
টুর্নামেন্টের আয়োজনে ও সহযোগিতায় ছিলেন সাবেক কাউন্সিলর আতা রহমান, হাবিব রহমান, মাহিদ চৌধুরী, ফখরুল ইসলাম, বাবুল হক, সুহান খান, শামীম ও আতীক। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন কিনু, মকবুল, নোবিল ও সিপন। ইস্টহ্যান্ডসের চেয়ার নবাব উদ্দিন বলেন ১০৮টি দলের অংশগ্রহণ আমাদের সব প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। এটি আমাদের কমিউনিটির শক্তি ও ব্যাডমিন্টনের প্রতি ভালোবাসাকে প্রমাণ করে, পাশাপাশি একটি মহৎ উদ্দেশ্যে কাজ করার প্রতিফলন। বিজ্ঞপ্তি