সিলেট লেখিকা সংঘের স্মরণসভা
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৫, ৭:১০:০৮ অপরাহ্ন
সিলেট লেখিকা সংঘের মাসিক সাধারণ সভায় কবি লাভলী চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার সংঘের সভাপতি রওশন আরা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইশরাক জাহান জেলীর সঞ্চালনায় সভায় কথাশিল্পী লাভলী চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় কবির জীবনালেখ্য নিয়ে স্মৃতিচারণ করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদা কবির। আলোচনায় অংশ নেন লেখিকা সংঘের সহ-সভাপতি হোসনে আরা বেগম কলি।
শরতের কবিতা পাঠ করেন সংগঠনের অর্থ সম্পাদক সিপারা বেগম শিপা, সহ-সাংগঠনিক সম্পাদক সেনুয়ারা আক্তার চিনু, দপ্তর সম্পাদক নিলুপা ইসলাম নিলু, ক্রীড়া সম্পাদক কাউছার আরা বিথী, সদস্য রাহনামা সাব্বির চৌধুরী ও শান্তা কামালি প্রমুখ। সভা শেষে দোয়া পরিচালনা করেন সংঘের সভাপতি রওশন আরা চৌধুরী। বিজ্ঞপ্তি