চন্ডিপুলে গাঁজাসহ র্যাবের হাতে আটক ২
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৫, ৭:৪২:১৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকা বিপুল গাঁজাসহ দুই যুবককে আটক করেছে র্যাব-৯। বৃহস্পতিবার বিকেল ৩টা ২০ মিনিটের সময় চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকারসহ তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে শাহীন মিয়া (৩৫) ও একই উপজেলার মাহাড়পুর গ্রামের মো. তৌহিদ মিয়ার ছেলে আলম মিয়া (২৫)।
এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। মাদক আইনে মামলা দায়েরপূর্বক আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে র্যাব-৯ নগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুলে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছিল। এসময় একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে কারটি থামিয়ে দুই যুবক কৌশলে পালানোর চেষ্টা কালে র্যাব তাদেরকে আটক করে। পরে প্রাইভেটকার তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। হবিগঞ্জের মাধবপুর থেকে গাঁজা সংগ্রহ করে সিলেট শহরে নিয়ে আসছিল বলে জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছে তারা।







