চৌকিদেখী থেকে ৬ জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৫, ৭:৪৩:২৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের নগরীতে জুয়া খেলারত অবস্থা থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখী আখরাগলিস্থ মাওলানার কলোনীতে অভিযান চালিয়ে তাদের আটক করে আম্বরখানা ফাঁড়ি পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট জেলার ওসমানীনগর থানার শেরপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার পুত্র বর্তমানে নগরীর বাদামবাগিচায় বসবাসরত মোঃ জাবেদ আহমদ মামুন (৩১), সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার গজারিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র বর্তমানে নগরীর বাদামবাগিচায় বসবাসরত মোঃ সিরাজ মিয়া (৫১), নগরীর চৌকিদেখী এলাকার খোকন আহমদের পুত্র মুনিম আহমদ রাজু (৩৫), ওসমানীনগর থানার কামারগাঁও গ্রামের ওয়াহাব উল্লাহ এর পুত্র মোঃ কবির মিয়া (৩০), বিয়ানীবাজার থানার উত্তর দুবাগ গ্রামের আজিমুল আলীর পুত্র ফয়সল আহমদ (৩৫), নগরীর এয়ারপোর্ট থানার খাসদবির এলাকার আব্দুল মজিদের পুত্র মোঃ রিপন (৩৫)।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া কর্মকর্তা উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মামলা দায়েরপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।







