ব্যাটারি রিক্সা ও ইজিবাইক পরিষদের সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৫, ৬:৩৫:৪৯ অপরাহ্ন
সিলেট নগরীর চৌকিদেখীতে ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে সংগঠনের সিলেট মহানগরীর ৬নং ওয়ার্ড শাখা আয়োজিত শ্রমিক সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সহ সভাপতি আব্দুল জলিল। ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ ৬ নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ মুন্না এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রবীণ শ্রমিক নেতা মখলেছ মিয়া, শহীদ বকস, তারেকুর রহমান, বাবুল আক্তার, শ্রমিক নেতা আব্দুল জব্বার, সোহেল আহমদ, সারওয়ার হোসেন, কয়েছ আহমেদ, হোসেন আহমদ, ইস্তাক মিয়া, রায়হান মিয়া, হাফিজ নূর, আব্দর রহিম, আব্দুস ছালাম, আব্দুস শহীদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সড়কে গাড়ি চলাচলের সময় প্রায় সবধরনের গাড়ির দুর্ঘটনা ঘটে। কিন্তুু এককভাবে দোষ দেওয়া হয় ব্যটারি চালিত রিকশার উপর। বক্তারা বলেন, বাংলাদেশের অন্যন্য জেলায় অবাদে রিকশা চলাচল করছে। কিন্তু সিলেটে চলতে দেওয়া হচ্ছে না, এতে রিকশা শ্রমিকদের সাথে অবিচার করা হচ্ছে। বক্তারা বলেন, শ্রমিক মালিকদের পরিবার পরিজনের কথা এবং যাত্রীদের কম খরচে চলাচলের ব্যবস্থা করতে রোড পারমিট দিয়ে ব্যটারি চালিত রিক্সা ও ইজিবাইক চলাচল সুযোগ করে দেওয়ার জন্য প্রসাসন সহ সংলিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। বিজ্ঞপ্তি