খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে জিয়া সাইবার ফোর্সের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৫, ৮:৫৮:৪৩ অপরাহ্ন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) সিলেট জেলা ও মহানগর আহবায়ক কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। শনিবার সকালে জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফ সিদ্দিক এর নেতৃত্বে খন্দকার আব্দুল মুক্তাদির এর সিলেটস্থ বাসভবনে জেলা ও মহানগর আহবায়ক কমিটির নেতৃবৃন্দ এ সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স সিলেট মহানগরের আহবায়ক ফজলে এলাহি পাপ্পু, সিনিয়র যুগ্ম আহবায়ক উবায়দুর রহমান সজীব, যুগ্ম আহবায়ক মিনহাজুর রহমান রাসেল, নজরুল ইসলাম, মোহাম্মদ আবু হানিফ ও মনজুর আহমেদ, সদস্য সচিব মোস্তাক আহমেদ রুবেল, সদস্য ওমর ফারুক, সৈয়দ ইমরান আলী, আব্দুল বাছিত মুকিদ, কাউসার আহমেদ হৃদয়, জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) সিলেট জেলার আহবায়ক হোসেন আহমেদ রুহুল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন কয়েস, ১ম যুগ্ম আহবায়ক দুলাল আহমেদ, মো. মাছুম সারওয়ার চৌধুরী সুইট, কৃপা সিন্ধু চক্রবর্তী, সদস্য সচিব নির্ঝর রায়, সদস্য ইয়াহইয়া, ছাব্বির আহমদ, সাদ্দাম হোসেন, সৈয়দ মোস্তাকিম আলী, সজীব পাল প্রমুখ।
এসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফ সিদ্দিক ও জেডসিএফ সিলেট জেলা ও মহানগরের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। এসময় খন্দকার আব্দুল মুক্তাদির নবগঠিত জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দদেরকে শুভ কামনা জানিয়ে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি