কামালবাজারে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৫, ৯:০০:৪১ অপরাহ্ন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দক্ষিণ সুরমার বরইকান্দি, তেলিরাই, মকন দোকান, গোপশহর, হাজরাই নতুন বাজার, কামাল বাজার, আনন্দ বাজার ও তার আশপাশের এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগ ও লিফলেট বিতরণ পরবর্তী এক পথসভা দক্ষিণ সুরমার কামাল বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই-র বড় ভাই বিশিষ্ট সমাজসেবী মো. নিজাম উদ্দিন। এসময় তিনি সৎ ও ত্যাগী নেতা হিসেবে সিলেট ৩ আসনে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই-কে মনোনয়ন দিয়ে বিএনপি চমক দেখাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পথসভা ও গণসংযোগে স্থানীয়দের পাশাপাশি উপস্থিত ছিলেন, নাবির মোহাম্মদ নিজাম, রুবেল আহমদ, শাহান আহমেদ, আব্দুল কাইয়ুম, মুন্না আহমেদ, হুমায়ূন আহমেদ, বিল্লাল আহমদ, করিম মিয়া, বাবুল মিয়া, সাইস্তা মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি