জুড়ীতে অবৈধ বালু উত্তোলনে জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৫, ৬:১৬:৩৮ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে অবৈধভাবে নদী থেকে উত্তোলিত বালু জব্দ করে উত্তোলনকারীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জরিমানা করেন।
জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রাম নিবাসী ফিরুজ মিয়ার পুত্র রিয়াজ মিয়া জুড়ী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নৌকাবোঝাই করে নিয়ে যাচ্ছিলেন। শনিবার রাতে স্থানীয় লোকজন কামিনীগঞ্জ বাজার এলাকায় নৌকাটি আটক করেন।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর বলেন, জুড়ী নদী বালু কোয়ারী ইজারা না হওয়ায় বন্ধ আছে। এমতাবস্থায় রিয়াজ মিয়া অবৈধভাবে বালু উত্তোলন করায় তাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হবে।