আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণ শুরু
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৫, ৮:১৩:১২ অপরাহ্ন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের ৪টি জেলায় ৪১ টি উপজেলার সদস্যদের নিয়ে রোববার থেকে শুরু হয়েছে ১৪ দিনব্যাপী মৌলিক-প্রশিক্ষণের তৃতীয় ধাপ।
সিলেট জেলা আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সকল প্রশিক্ষণার্থীদের সততা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলার নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদান অনস্বীকার্য। এ ক্ষেত্রে তিনি প্রশিক্ষণে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণে আনসার সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ স্পষ্টভাবে অবহিত করা হবে এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হবে মর্মে জানান।
পরে তিনি কম্পিউটার প্রশিক্ষণ (ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং) ভিডিপি কোর্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তার, সার্কেল এডজুট্যান্ট ফারুক হোসেইন।
উল্লেখ্য প্রশিক্ষণে সিলেট রেঞ্জের ৪টি জেলায়, সিলেট জেলার ১০০ জন, সুনামগঞ্জ জেলার ১০০ জন, হবিগঞ্জ জেলার ১৭৬ জন এবং মৌলভীবাজার জেলার ১৫০ জনসহ মোট ৫২৬ জন (প্রায়) ভিডিপি প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। বিজ্ঞপ্তি