বিয়ানীবাজার ৩১ দফা সংস্কারের প্রচারনায় গণমিছিল
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৫, ৭:৪৫:৪৪ অপরাহ্ন

বিয়ানীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য আবুল কাহের শামীম বলেছেন, দল থেকে মনোনয়ন পেলে বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষের সেবাকে ইবাদত মনে করে কাজ করবো। দল যদি মনোনয়ন নাও দেয় তবুও বিএনপির কর্মী হিসাবে এই এলাকার মানুষের পাশে থেকে দলের কাজ করে যাবো। তিনি রোববার বিকালে বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণ বাজারে বিয়ানীবাজার উপজেলা বিএনপি আয়োজিত ৩১ দফা সংস্কারের প্রচারনায় এক গণমিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজার সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক গিয়াস আহমদের সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট জুবায়ের খান, ডা. আব্দুল গফুর, হাসান ইমাদ, সিরাজুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান, হারুনুর রশিদ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, ফয়সল উদ্দিন, পৌর বিএনপির সাবেক আহবায়ক নুরুল হুদা বাবুল, সহ সভাপতি আলফাস উদ্দিন, কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম সাইফুর রহমান, উপজেলা বিএনপি নেতা অলিউর রহমান নাসের, নাজিম উদ্দীন, জালাল উদ্দিন, সায়েক চৌধুরী, নুরুল কিবরিয়া, জাকারিয়া আহমদ, আব্দুল মুকিত, শামীম আহমদ, শিপলু আহমদ, আব্দুস শুকুর, আব্দুল মান্নান, পৌর শ্রমিকদল নেতা হুমায়ুন কবির আকিল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাবর আহমদ চৌধুরী, জামিল আহমদ চৌধুরী, মিজাউর রহমান শামু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান আহমদ চৌধুরী ইমন, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদল সহ-সভাপতি শাহেদ আহমদ আবির, সাংগঠনিক সম্পাদক আবিদ রেজা।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহআইন বিষয়ক সম্পাদক আমিন উদ্দিন আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আনহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম, রিপন আহমেদ মাস্টার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জামিল চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বাযক দেলোয়ার হোসেন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ হোসেন চৌধুরী সুমন, জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, জেলা ছাত্রদল সহসভাপতি কামরুজ্জামান জোনাক, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক রেদোয়ান আহমদ, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সভাপতি সুহেদ আহমদ প্রমুখ।







