চৌকিদেখী থেকে ৩ জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৫, ৮:৪৮:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেট নগরী থেকে ৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১১টার দিকে নগরীর চৌকিদেখি আখড়াগলির মাওলানার কলোনি থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জামাদি ও নগদ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- নগরীর মুন্সিপাড়ার মোশারফ হোসেনের ছেলে রুমন মিয়া (৩৫), ওসমানীনগরের কামারগাঁও’র ওহাবউল্লাহর ছেলে কবির মিয়া (৩৪) ও সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়ার দুবার মিয়ার ছেলে বাদশা মিয়া (৩২)।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিরুদ্ধে আইনী ব্যবস্থাগ্রহণপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।







