শেখঘাটে গৃহবধূর ঝুলন্ত মরদহে উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৫, ৮:৫০:১৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেট নগরী থেকে এক গৃহবধুর জুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) বেলা ২টার দিকে কোতোয়ালী থানাধীন শেখঘাট কুয়ারপাড় এলাকার গুলজার মঞ্জিল থেকে ঐ গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম শারমিন চৌধুরী (২৫)। তিনি শেখঘাট কুয়ারপাড় এলাকার মো. রাদিদের স্ত্রী এবং গোয়াইনঘাট থানার আঙ্গারজুর গ্রামের আব্দুল জব্বারের মেয়ে।
স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূকে দেখে পুলিশকে খবর দিলে লামাবাজার ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এটা হত্যা না আত্মহত্যা সেটা তাৎক্ষণিকভাবে বলতে পারছেনা পুলিশ।
এর সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, জুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছেনা। নিহত গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে কাজ চলছে। কেউ অভিযোগ দিলে বিষয়টি আরো গভীরভাবে খতিয়ে দেখা হবে।







