নগরে ইয়াবাসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৫, ৮:৫২:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১১টার দিকে নগরীর চৌকিদেখীস্থ আখড়াগলির মাওলানার কলোনি থেকে মুনিম আহমদ রাজু (৩৬) কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে চৌকিদেখী রংধনু আবাসিক এলাকার ২৯/১ নং বাসার খোকন আহমদের পুত্র।
এদিকে শনিবার দিবাগত রাত ১টার দিকে শাহপরান থানাধিন বহর মীর মহল্লা থেকে মীর শাহেল মিয়া (২৮) কে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে বহর মীর মহল্লার মৃত মীর চাদ মিয়ার পুত্র।
রোবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিরুদ্ধে আইনী ব্যবস্থাগ্রহণপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।







