আলফু চেয়ারম্যানের ৫ দিনের রিমান্ড আবেদন
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৫, ৮:৫৫:২০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: কোম্পানীগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াদুদ আলফু চেয়ারম্যানকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করেছে পুলিশ। তবে আদালত পরবর্তী শুনানীর জন্য তারিখ ধার্য্য করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আলফু চেয়ারম্যান কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও ৩নং তেলিখাল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
রোববার এর সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানারও ওসি মো. রতন শেখ জানান, আলফুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, সাদাপাথর লুটসহ ২৩টি মামলা রয়েছে। তাকে কোম্পানীগঞ্জ ও কোতোয়ালী থানায় দায়েরকৃত ৬ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে। রিমান্ডের পরবর্তী শুনানির তারিখ ধার্য করবেন আদালত।
এর আগে গত শনিবার (৪ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলার থানা সদর অফিস থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।







