শায়েস্তাগঞ্জে জিরাসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৫, ৯:১৪:৩৫ অপরাহ্ন
সংবাদদাতা: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অবৈধভাবে ভারত থেকে আনা প্রায় ৬ লাখ টাকার জিরা জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এ সময় একটি কাভার্ডভ্যানসহ তিনজনকে আটক করা হয়। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রিজিওনের হাইওয়ে পুলিশ সুপার মো. রেজাউল করিম।আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার কাভার্ডভ্যানচালক সুরুজ মিয়া (৫৫), রংপুর জেলার হেলপার রনি ইসলাম (২১) ও কেরানীগঞ্জের মো. নাদিম (৩২)।
জানা যায়, রোববার শায়েস্তগঞ্জ হাইওয়ে থানার অধীন অলিপুর ক্যাম্পের নিয়মিত চেকপোস্টে অভিযান পরিচালনা করে হাইওয়ে পুলিশ। এ সময় ঢাকামুখী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে (ঢাকা মেট্রো-ট ১১-৭১৯৪) তল্লাশি চালানো হয়। এতে অবৈধভাবে ভারত থেকে আনা ২০ বস্তা জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৬০০ কেজি জিরা ছিল। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।
সিলেট রিজিওনের হাইওয়ে পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ভারত থেকে অবৈধ পথে কিছু পণ্য পাচার হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওলিপুরে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক একটি কাভার্ডভ্যান তল্লাশি করা হয়। এতে বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার পাওয়া যায়। তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মালামালসহ আটককৃতদের আদালতে পাঠানো হবে।