ধর্মপাশায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৫, ৬:১০:৪৪ অপরাহ্ন

ধর্মপাশা প্রতিনিধি : ধর্মপাশায় আদালত প্রাঙ্গণে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী শরীফা আক্তার (২৮) নিহত হয়েছে। সোমবার সকাল ১০ টায় ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে স্বামী আক্তার হোসেনকে উপস্থিত লোকজন ধরে পুলিশে সোপর্দ করেছেন।
ঘাতক স্বামী আক্তার হোসেন (৪০) ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের হেকিম মির্জার ছেলে ও নিহত স্ত্রী শরীফা আক্তার নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌরসভার দেওথান গ্রামের মৃত রহমানের মেয়ে।
জানা যায়, চলতি বছরের গত ৫ মে বাবার বাড়িতে গিয়ে স্বামী আক্তার হোসেনকে তালাক দেয় স্ত্রী শরীফা আক্তার। পরে এ তালাক অমান্য করে শরীফাকে নিয়ে সংসার করার লক্ষে তাকে শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করার জন্য আক্তার হোসেন বাদী হয়ে স্ত্রী শরীফা আক্তার ও ৬ স্বজনকে আসামি করে গত ৮ সেপ্টেম্বর ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় আদালত প্রাঙ্গণে আসামাত্রই স্বামী আক্তার হোসেন পেছন দিক থেকে শরীফা আক্তারকে পিঠের নীচের অংশে ছুরি দিয়ে আঘাত করে চলে যাওয়ার সময় উপস্থিত লোকজন তাকে ধরে পুলিশে সোপর্দ করে। গুরুতর আহত অবস্থায় শরিফা আক্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক জানান, ঘাতক আক্তার হোসেন পুলিশের হেফাজতে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শরিফা আক্তারকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন






