জামায়াতে যোগ দিলেন ব্যবসায়ী সাইদুল
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৫, ৬:১৩:৫০ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : দীর্ঘ সাড়ে ৫ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়ার পাঁচ দিন পর আনুষ্ঠানিকভাবে বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীতে যোগদান করলেন বড়লেখার বহুল আলোচিত ব্যবসায়ি সাইদুল ইসলাম। শনিবার রাতে পৌরসভার আইলাপুর গ্রামে নিজ বাড়িতে কারামুক্তি উপলক্ষে অনুষ্ঠিত শুকরানা সমাবেশে জামায়াতে ইসলামীর ফরম পূরণ করে দলটির সদস্য হলেন সাইদুল ইসলাম। তিনি গত ২৮ সেপ্টেম্বর মৌলভীবাজার কারাগার থেকে জামিনে মুক্তি পান।
শুকরানা সমাবেশে সাইদুল ইসলাম বলেন, সর্বশেষ তিনি সিলেট বড়লেখা ব্যবসায়ী সমিতি ও সিলেট কল্যাণ পরিষদের সহ-সভাপতি এবং গাজিটেকা আইলাপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ২০২০ সালের বড়লেখা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়রপদে প্রতিদ্বন্দ্বীতা করেন। তৎকালীন শাসকদল কারচুপির মাধ্যমে তাকে পরাজিত করে।
এর আগে বড়লেখা পৌরসভা ১ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে ও পৌরসভা সেক্রেটারি আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসলাম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জাময়ায়েতের নায়েবে আমীর ফয়সল আহমদ, আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, বৃহত্তর গাজিটেকা সাত মৌজার সভাপতি শরফ উদ্দিন লুলু, মাওলানা আব্দুস শুক্কুর, জামায়াতের পৌরসভা সহ-সভাপতি ইসমাইল হোসেন, অর্থ সম্পাদক শামসুল ইসলাম, বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জামায়াত নেতা গুলজার আহমদ ফকু, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, জামায়াত নেতা মখলিছুর রহমান, যুব বিভাগের পৌর সভাপতি ছাদ উদ্দিন, বর্ণি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল আলী প্রমুখ।