শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকীতে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৫, ৬:১৮:৫৬ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: শহীদ আবরার ফাহাদ এর শাহাদাতবার্ষিকী ও নিপীড়ন বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আবরার ফাহাদ শহীদ হওয়ার মূল কারণ ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাঁর সাহসী উচ্চারণ। তিনি দেশপ্রেমিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তির সমালোচনা করেছিলেন। সেই সত্য প্রকাশের অপরাধেই ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে তাঁকে হত্যা করে। শুধু আবরার নন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যারা কথা বলেছে, তারাও আবরার হয়ে উঠেছে এবং নৃশংসভাবে নিঃশ্বেষ হয়েছে।
আলোচনা শেষে শহীদ আবরার ফাহাদসহ ক্যাম্পাসে নির্যাতনের শিকার শিক্ষার্থী ও ন্যায়-সত্যের পক্ষে জীবন উৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জেলা অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক আব্দুল মমিন, প্রকাশনা সম্পাদক রাকাব আহমদ শিশির, সুনামগঞ্জ পৌরসভা সভাপতি ইকরামুল হক মাজেদ, কলেজ সভাপতি রাশেদুল হক জিসান, সদর পূর্ব সভাপতি আলী হায়দার, সদর উত্তর সভাপতি উসমান গনীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







