ফেঞ্চুগঞ্জ সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৫, ৭:০৭:৩৩ অপরাহ্ন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে নোহা গাড়ির ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুই তরুণের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে ফেঞ্চুগঞ্জের কটালপুর খিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার সুড়িগাঁও গ্রামের সুফিয়ানুর ইসলাম নাহিদ (২০) ও মোগলাবাজার থানার নাইম আহমদ (১৪)।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খাঁন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে লাশ দুটি উদ্ধার করেন। সিলেটগামী একটি নোহা গাড়ি মোটর সাইকেলকে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে। আলামত সংগ্রহ করা হয়েছে, গাড়িটিকে আটকানোর চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।







