বিয়ানীবাজারে ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৫, ৭:২১:৩৬ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের গ্রাম কাঁছাটুল, দুদুর বাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় এলাকাবাসী আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আরকন আহমদ। সাহেদ আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদ।
তামিম ইয়াহয়া আহমদ বলেন, ১৯৭১ সাল থেকে বিএনপি সবসময় দেশের সংকটময় মূহুর্তে জনগণের পাশে ছিল। জিয়া পরিবার দেশ এবং জনগণের আপনজন। তিনি বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতনের স্টীম রোলার চালিয়েছে। বিএনপিকে নিঃশ্বেষ করতে একের পর এক গায়েবি মামলা দিয়েছে। জুলুম নির্যাতন করেছে। দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। ফ্যাসিস্ট হাসিনা বিএনপির নেতাকর্মীদের উপর যতই নির্যাতন চালিয়েছে ততই দলল শক্তিশালী হয়েছে। কারণ এদেশের মানুষ বিএনপিকে ভালবাসে। তাই আগামী নির্বাচনে দেশের জনগণ বিএনপিকে নির্বাচিত করবে।
সভায় বক্তব্য রাখেন, আবদুস সালাম, আবদুল জাববার, দুদু মিয়া, ফয়সাল আহমদ। কোরআন থেকে তিলাওয়াত করেন সাইফ আহমদ। বিজ্ঞপ্তি







