৪র্থ এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৫, ৭:২৫:৩৯ অপরাহ্ন

সিলেটে শুরু হয়েছে বিভিন্ন দেশের অংশগ্রহণে ৪র্থ এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ-২০২৫। মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের আয়োজনে সিলেট নগরীর সুবিবাজারস্থ খান প্যালেস কনভেনশন হলে সোমবার থেকে শুরু হওয়া এ বাণিজ্য মেলা চলবে ২০ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ. পাকিস্তান, ভারত, ইরান, চীন, থাইল্যান্ড, তুরস্কসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা বাণিজ্যমেলায় অংশগ্রহণ করেছেন।
সকাল ১০টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই বাণিজ্যমেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম।
মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসহাক মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা, কাশ্মীর হতে আগত ব্যবসায়ী মিরাজ কাশ্মীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন জান্নাতুল নাজনীন আশা। এসময় সিনিয়র মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম, তানভীর আহমেদ ম্যানেজারসহ ব্যবসায়ী এবং উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি







