তাহিরপুরে গাঁজাসেবনে তিনজনকে দন্ড
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৫, ৬:৪৭:৫৪ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আবাসিক এলাকার ভেতরে গাঁজা সেবন করার অপরাধে তিন যুবককে ৬০ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলা আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু এই রায় দেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার আবাসিক এলাকার ভেতরে গাঁজা সেবন করছিল কিছু যুবক। তাদের বারবার বলেও কোনো পরিবর্তন না হওয়ায় উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মোঃ হাসিবুল তারেক এর নেতৃত্বে তাহিরপুর ইউএনও আনসার গার্ডের সদস্যদের সহযোগিতায় সরকারি উপজেলা কোয়ার্টারের ভিতরে গাঁজা সেবনকালীন সময় উপজেলার সদর ইউনিয়নের সূর্যেরগাও গ্রামের সত্যরঞ্জন এর ছেলে চয়ন (১৮), ভাটি তাহিরপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে জুবায়ের (১৮) ও একই গ্রামের ফয়সাল মিয়ার ছেলে বাবু (১৯) কে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ৬০ দিন করে কারাদণ্ড দেয়া হয়।
এর সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু। তিনি জানান, দন্ডপ্রাপ্তদের তাহিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।