শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৫, ৬:৫৩:০৪ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ এলাকায় পিকআপ-সিএনজির সংঘর্ষে চালকসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন। আহত ১ জনের হাত দ্বিখণ্ডিত হয়েছে বলে জানা গেছে। অন্য ৫ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
সোমবার রাত ৮টায় সড়কের জয়কলস উজানীগাঁও এলাকার বড় মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় আহতরা হলেন- সিলেটের শেখঘাট কলাপাড়া এলাকার সিএনজি চালক বিদ্যা মিয়া (৩০), যাত্রী হোসাইন আহমদ তানভীর (১২), বিল্লাল হোসেন (৩৯) ও মুন্নি বেগম (২৮)। বাকী দু’জনের নাম তাৎক্ষণিক জানা যায়নি। এই ঘটনায় হোসাইন আহমদ তানভীরের বাম হাত দ্বিখন্ডিত হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুরের এক আত্মীয়ের বাড়ী থেকে বিয়ের দাওয়াত খেয়ে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা যোগে সিলেটের শেখঘাটের কলাপাড়া এলাকায় ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। তারা জানান, সিএনজিটি দুর্ঘটনাস্থলে এলে সুনামগঞ্জমুখী একটি মালবোঝাই পিকআপ সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে রাস্তার উত্তর পাশে পড়ে গিয়ে পড়ে। এসময় আশপাশের লোকজন গুরুতর আহতদেরকে উদ্ধার করে প্রথমে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনার পরপর পিকআপ চালক ও হেলপার গাড়িটি রাস্তায় রেখে পালিয়ে যান। খরবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসেন।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সৈকত দাশ জানান, দুর্ঘটনায় আহতদেরকে দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং তাদেরকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপর আমিসহ আমার ফোর্সদের নিয়ে ঘটনাস্থলে এসেছি এবং পিকআপকে আটক করেছি। পিকআপ চালক পালিয়ে গেছে।