কমলগঞ্জে বজ্রপাতের শব্দে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৫, ৬:৫৬:০৫ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতের বিকট শব্দে হার্টঅ্যাটাক করে এক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুর রহমান। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে ইসলামপুর ইউনিয়নে মোকাবিল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি আর সাথে বজ্রপাত হচ্ছিল। বিকেলে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান গরুর জন্য কৃষি জমিতে ঘাস কাটতে যান। হঠাৎ বিকট শব্দে বজ্রপাতের ফলে ফজলুর রহমান হার্ট অ্যাটাক করে মারা যান।
ইসলামপুর ইউপি সদস্য আবু আব্দুল্লাহ জানান, পরিবারের সদস্যরা তাকে জানিয়েছেন সোমবার দুপুরে ফজলুর রহমান উনার ধানি জমিতে গেছেন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে কৃষি জমির মধ্যে উনার লাশ পরে থাকতে দেখা যায়। পরে তার স্বজনরা বাড়িতে নিয়ে আসে। মৃত্যুটা কিভাবে হয়েছে জানতে চাইলে তিনি বলেন, মুখের পুরো অংশ কালো হয়ে গেছে। বজ্রপাতের বিকট শব্দে তিনি হার্ট অ্যাটাক করেন বলে পরিবার ও স্বজনদের ধারণা। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর মৃত্যুর বিষয়টি শুনে সোমবার সন্ধ্যায় মোকাবিলা গ্রামে গিয়ে নিহত পরিবারের শোকাহত স্বজনদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন করেন।