শাহজালালের সিলেট বিজয়ের ৭২২ বর্ষে কেমুসাসের কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৫, ৭:২৯:০৬ অপরাহ্ন
হজরত শাহজালাল (রহ.) সিলেট বিজয়ের ৭২২তম বর্ষ-২০২৫ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে আজান, স্বরচিত প্রবন্ধ রচনা, স্বরচিত কবিতা, গান, নাশিদ ও ক্বিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
(১) আযান প্রতিযোগিতা তিনটি গ্রুপে অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপ স্কুল/মাদরাসা পর্যায়ের শিক্ষার্থীদের জন্য (৫ম- ৬ষ্ঠ শ্রেণি)। ‘খ’ গ্রুপ (৭ম- ৮ম শ্রেণি), ‘গ’ গ্রুপ (৯ম- ১০ম শ্রেণি)। (২) স্বরচিত রচনা বিষয় ‘হজরত শাহজালাল (রহ.) জীবন ও কর্মের উপর ভিত্তি করে ছড়া, কবিতা, প্রবন্ধ (সর্বোচ্চ ১০০০ শব্দ) লেখা এ৪ কাগজে স্বহস্থে অথবা কম্পোজ করে কেমুসাস কার্যালয়ে জমা দিতে হবে।
ছড়া ‘ক’ গ্রুপ (৬ষ্ঠ- ৮ম শ্রেণি) স্কুল/মাদরাসা সমমান। কবিতা ‘খ’ গ্রুপ (৯ম- ১০ম) স্কুল/মাদরাসা সমমান। প্রবন্ধ ‘গ’ গ্রুপ কলেজ, মাদরাসা ও বিশ^বিদ্যালয় শিক্ষার্থী। (৩) প্রতিযোগিতার বিষয়- হজরত শাহজালাল (রহ.) এর জীবনী ভিত্তিক স্বরচিত কবিতা, গান ও নাশিদ এ৪ কাগজে স্বহস্থে অথবা কম্পোজ করে কেমুসাস কার্যালয়ে জমা দিতে হবে; বয়স উন্মুক্ত। (৪) ক্বিরাত প্রতিযোগিতা তিনটি গ্রুপে অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপ (৫ম-৬ষ্ঠ) বিষয়- সূরা ফাতেহা, ‘খ’ গ্রুপ (৭ম-৮ম) বিষয়- সূরা নসর ও গ্রুপ (৯ম-১০ম) বিষয়- সুরা ত্বীন। স্বরচিত ছড়া, কবিতা ও প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীগণ ১৭ অক্টোবর শুক্রবার রাত ৯টার মধ্যে কেমুসাস কার্যালয়ে জমা দিতে হবে।
প্রতিযোগিতা ১৭ অক্টোবর ২০২৫ শুক্রবার বিকেল ৩টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, দরগা গেইটে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীরা ১৫ অক্টোবর বুধবার পর্যন্ত কেমুসাসের অফিস চলাকালে সরাসরি অথবা ০১৬১১৭১৯০০১ নাম্বারে হোয়াটসঅ্যাপে প্রতিযোগিতার বিষয়, প্রতিযোগির নাম, পিতা ও মাতার নাম, শ্রেণি, শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও মোবাইল নম্বর প্রদান করেও নাম তালিকাভুক্ত করতে পারবেন।
পুরস্কার বিতরণ ও সেমিনার ২৫ অক্টোবর শনিবার বিকাল ৩টায় শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত হবে। কেমুসাসের উক্ত কর্মসুচী সফল করার লক্ষ্যে সবার সার্বিক সহযোগিতা অংশগ্রহণ ও উপস্থিতির আহবান জানিয়েছেন উপকমিটির আহ্বায়ক ও কেমুসাসের সহ সভাপতি রুহুল ফারুক এবং সদস্য-সচিব ও কেমুসাস কমিটির সদস্য সৈয়দ মোহাম্মদ তাহের। বিজ্ঞপ্তি