বিপিএইচসিডিএ’র কমিটি গঠন ও সাধারণ সভায় ডা.ডাম্বেল: সিলেটে সেবামূলক প্রতিষ্ঠানকে সর্বোচ্চ মানে নিয়ে যেতে হবে
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৫, ৭:৩৭:১১ অপরাহ্ন
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ) এর কেন্দ্রীয় সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ^াস ডাম্বেল বলেছেন সিলেটে সেবামূলক প্রতিষ্ঠান তথা হাসপাতাল ক্লিনিককে সর্বোচ্চ মানে নিয়ে যেতে হবে। তিনি বলেন সিলেটের প্রবাসীরা মাতৃভূমির প্রতি টান থেকে দেশে চিকিৎসা করাতে আসেন, আবার সিলেট অঞ্চলের লোকজন সিলেটেই মানসম্পন্ন চিকিৎসা নিতে চান তাই আমাদের মানুষের এই আবেগকে মূল্যায়ন করতে হবে। এজন্য সিলেটকে সবার আগে অগ্রাধিকার দিয়ে আন্তর্জাতিক মানের সেবা প্রদানের জন্য সিলেট থেকে কাজ শুরু হবে। এইজন্য সিলেটে একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়ে তোলা হবে আর প্রশিক্ষণের মাধ্যমে সেই মানের দক্ষ জনবল গড়ে তোলা হবে। যা এই সংগঠনের মাধ্যমে করা হবে।
তিনি মঙ্গলবার নগরীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ) এর সিলেট জেলা শাখার কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সংগঠনের সিলেট বিভাগীয় সহ সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং ডা. নিজাম আহমেদ চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিইও অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ড. আলী আকবর, ইবনে সিনা হাসপাতাল সিলেটের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জিয়াউর রহমান চৌধুরী, মাউন্ট এডোরা হাসপাতালের ভাইস চেয়ারম্যান ডা. কে এম আখতারুজ্জামান, সিলেট ট্রমা সেন্টারের পরিচালক ডা. মোস্তফা তৌফিক আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন আল-রাইয়ান হাসপাতালের চেয়ারম্যান ডা. হোসাইন আহমদ, কুইন্স হাসপাতলের ফাহিম আহমদ চৌধুরী। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন প্রাইম হাসপাতালের চেয়ারম্যান ডা. আশরাফুল ইসলাম।
সভায় বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও মানবতার জন্য কাজ করতে সাংগঠনিক শৃঙ্খলা ও একতার দিকে জোর দেন। তারা সবাই একসাথে সিলেটে একটি মেডিকেল ট্যুরিজম তৈরি ও চিকিৎসা বিপ্লব সাধনের জন্য দুঢ় প্রত্যায় ব্যক্ত করেন।
পরে কেন্দ্রীয় সভাপতি দুই বছরের জন্য গঠিত সিলেট জেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন ও পরিচয় করিয়ে দেন। ওয়েসিস হাসপাতালের ডা. নুরুল হাসান সিদ্দিকীকে সভাপতি, কুইন্স হাসপাতালের ডা. আহমদ নাফীকে সাধারণ সম্পাদক এবং আল-রাইয়ান হাসপাতলের ডা. হোসাইন আহমদকে কোষাধ্যক্ষ করে গঠিত ২১ সদস্য বিশিষ্ট এই কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি পাইনিয়র হাসপাতালের ডা. ফজলুল হক সোহেল, সহ সভাপতি ওয়েসিস ডায়াগনস্টিক সেন্টারের ডা. সোলাইমান আহমদ, কমফোর্ট মেডিকেল সার্ভিসের ডা. জাকির হোসেন তাপু, যুগ্ম সাধারণ সম্পাদক পাইনিয়র হাসপাতালের ইসতিয়াজ মো. তাহমীম সোবহান বাবু, সাংগঠনিক সম্পাদক সিলেট ইম্পেরিয়াল হাসপাতালের ডা. নিজাম আহমেদ চৌধুরী, দপ্তর সম্পাদক আরোগ্য পলি ক্লিনিকের ডা. আজহারুল ইসলাম রানা, সমাজকল্যাণ সম্পাদক মাদার কেয়ার মেটারনিটি ক্লিনিকের ডা. মুনতাসির আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজালাল হাসপাতালের ডা. ফাহমিদুর রহমান, সদস্য ইবনে সিনা হাসপাতালের ডা. চৌধুরী ফয়জুর রব জোবায়ের, সিটি ক্লিনিকের ডা. ইশতিয়াক আলম রাসেল, আল-হারামাইন হাসপাতালের ডা. নাহিয়ান আহমেদ চৌধুরী, এম এফ টি হাসপাতালের ডা. কাজী আরিফ বিল্লাহ, শাহজালাল পলি ক্লিনিকের ডা. এম.ডি আবুল হাসনাত, সিলমাউন্ট জেনারেল হাসপাতালের রায়হান আহমদ সৌরভ, সিলডন হাসপাতাললের ডা. সৈয়দ হাফিজুর রহমান, ডেল্টা স্পেসালাইজড হাসপাতালের ফখরুজ্জামান ওয়াসিম, প্রাইম হাসপাতালের ডা. মো. আশরাফুল ইসলাম।
এছাড়া উপদেষ্টা হিসেবে আছেন ইবনে সিনা হাসপাতাল সিলেটের মাওলানা হাবিবুর রহমান, মা ও শিশু হাসপাতালের ডা. জিয়াউর রহমান চৌধুরী, মাউন্ট এডোরা হাসপাতালের ডা. কে এম আখতারুজ্জামান, পপুলার মেডিকেল সেন্টারের ডা. মোস্তফা তৌফিক আহদেস এবং কুইন্স হাসপাতালের ফাহিম আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি