দ্বিগুণ দামে ৬ মাসের জন্য নিলামে সাদাপাথর
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৫, ৭:৩৮:৩০ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
দীর্ঘ দেড় বছর পর নিলাম দেওয়া হলো সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদাপাথর নৌকাঘাট ও গাড়ি পার্কিং। সব শেষ নিলামের চেয়ে দ্বিগুণ দামে এবার ১৮৩ দিনের জন্য নিলাম নিয়েছেন ব্যবসায়ী লিলু মিয়া। সোমবার কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সর্বোচ্চ দরদাতাকে এই নৌকা ঘাট ও গাড়ি পার্কিং এরিয়া নিলাম দেন।
ভ্যাট আয়করসহ প্রায় ২ কোটি ১৪ লক্ষ টাকায় ১৪৩২ বাংলা সনের বাকি দিনগুলোর জন্য নিলাম দেয় প্রশাসন। গত ১৭ সেপ্টেম্বর ১ কোটি ৯০ লক্ষ টাকা সর্বনিম্ন সরকারি মূল নির্ধারণ করে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৫ অক্টোবর সিডিউল বিক্রির পর ৬ তারিখ টেন্ডার ড্রপ করেন ৭ জন। তাদের মধ্যে সর্বোচ্চ দরদাতা ছাতকের গণেশপুরের লিলু মিয়া ৩ কোটি ৪১ লক্ষ ২৫ হাজার টাকায় ইজারা পান। এছাড়া দ্বিতীয় দরদাতা হিসেবে ৩ কোটি ৩০ লক্ষ টাকার টেন্ডার ড্রপ করেন নজরুল ইসলাম। পুরো বছরের জন্য টেন্ডার ড্রপ করা হলেও মাত্র ১৮৩ দিনের জন্য ইজারা দেওয়া হবে। সে অনুযায়ী সর্বোচ্চ দরদাতাকে ১৮৩ দিনের ভ্যাট আয়করসহ টাকা জমা দিতে হবে।
এর আগে ১৪৩১ বাংলা সনের জন্য ১ কোটি ৭০ লক্ষ টাকায় ইজারা দেওয়া হয়েছিল। পরবর্তীতে যথাযথ আইন না মেনে নিলাম দেওয়ায় একটি রিটে উচ্চ আদালত ইজারা স্থগিত করেন। এর পর থেকে প্রায় দেড় বছর উপজেলা প্রশাসনের মাধ্যমে খাস কালেকশন আদায় হয় নৌকা ঘাট ও গাড়ি পার্কিং থেকে।
উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে আগের নিয়মে নৌকাঘাট ও গাড়ি পার্কিং থেকে রশিদের মাধ্যমে টাকা আদায় করবে ইজারাদার। সে ক্ষেত্রে প্রতিটি নৌকা ৮’শ টাকায় রিজার্ভ নিতে হবে আর গাড়ি পার্কিং-এ ১০-১০০ টাকা গাড়ির আকার বেঁধে আদায় করতে পারবেন।
২০১৭ সালে সাদাপাথর পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি পায়। সে বছর এটি ফেরীঘাট হিসেবে নিলাম দেওয়া হয়। পরবর্তীতে সাদাপাথর পর্যটন নৌকাঘাট ও গাড়ি পার্কিং একত্রিত করে টেন্ডার আহ্বান করা হয়। তখন থেকেই এক সাথে পার্কিং ও নৌকা ঘাট নিলাম দেওয়া হচ্ছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান আগামী ৭ দিনের মধ্যে ইজারাদারকে ঘাট বুঝিয়ে দেওয়া হবে। তাদের সাথে আমরা এখনো চুক্তি করিনি। চুক্তি করার সময় নৌকাভাড়া ও গাড়ি পার্কিংয়ের বিষয়ে আলাপ করা হবে। তবে নতুন করে ভাড়া বাড়ানোর তেমন সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না।