টোয়াসের সাথে সিসিক সিইও’র মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৫, ৭:৪০:৫৯ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা-ই রাফিন সরকার বলেছেন, সিলেট শহরের পর্যটন উন্নয়নে সিটি কর্পোরেশন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে চায়। বিশ^ব্যাপী সিটি ট্যুরিজম বা নগর পর্যটন খুবই জনপ্রিয়। কিন্তু সিলেটে এ ব্যাপারটি এখনও জনপ্রিয় হয়নি। আমরা চিন্তা করছি কিভাবে নগর পর্যটন জনপ্রিয় করা যায়। এটা নিয়ে সিটি কর্পোরেশন কাজ করছে। তিনি আরো বলেন, নগর পর্যটন জনপ্রিয় করতে পর্যটন ব্যবসায়ীদের সংগঠন ট্যুর অপারেটর্স এসোসিয়েশন অব সিলেট এর যে কোন উদ্যোগকে সহযোগিতা করবে সিটি কর্পোরেশন।
তিনি মঙ্গলবার বিকেলে নগরভবনে বৃহত্তর সিলেটের পর্যটন ব্যবসায়ীদের সংগঠন ট্যুর অপারেটর্স এসোসিয়েশন অব সিলেট (টোয়াস) এর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
মতবিনিময় সভায় টোয়াস নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ-সভাপতি আহমদ হাসান সায়ীম, সাধারণ সম্পাদক শেখ রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমেদ সুমন, সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সল আহমেদ ও নির্বাহী সদস্য জাম্মান রাসেল প্রমুখ।
সভায় টোয়াসের পক্ষ থেকে জানানো হয় আগামী নভেম্বর মাসে সিলেট এই প্রথম পর্যটন মেলা করতে যাচ্ছে টোয়াস। এ ব্যাপারে সিটি কর্পোরেশন থেকে সব ধরনের সহযোগিতার আশ^াস প্রদান করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা-ই রাফিন সরকার। বিজ্ঞপ্তি