দেশে নতুন করে আর কাউকে স্বৈরাচার হতে দেয়া হবেনা : মাওলানা হাবিব
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৫, ৭:৪৫:৫৫ অপরাহ্ন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে ( মহানগর ও সদর) জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, হাজার হাজার ছাত্র-জনতার আত্মত্যাগে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। এই দেশে আর কাউকে স্বৈরাচার হতে দেয়া হবেনা। কারণ মানুষ এখন সচেতন। ছাত্র ও যুবসমাজ রাজপথ চিনে ফিলেছে। তাদেরকে দমিয়ে রাখা যাবেনা। কেউ অধিকার হরণের চেষ্টা করলে ফের ছাত্র-জনতা রাজপথে নেমে আসবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ স্বৈরাচারী হতে পারবেনা। জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সিলেট গঠন আমার অঙ্গিকার। সিলেটের মাটি ও মানুষের উন্নয়নে আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। জনগণকে সাথে নিয়েই আমরা কাংখিত উন্নয়ন নিশ্চিত করবো।
তিনি সোমবার রাতে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে জনসাধারণের সাথে অনুষ্ঠিত মতবিনিময় ও সেন্টারভিত্তিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন আমীর মাওলানা ইসকন্দর আলীর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী আবু সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ-এর পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু ও সদর উপজেলা আমীর নাজির উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সদর উপজেলা জামায়াতের সেক্রেটারীঅ মাওলানা আল ইমরান, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, ৯নং ওয়ার্ড সভাপতি ফয়জুল ইসলাম ও সেন্টার কমিটির সভাপতি মাওলানা ফারুক আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি