মৌলভীবাজারে নাগরিক সমন্বয় প্রকল্পের সংবেদনশীলতা সভা
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৫, ৭:৪৩:৫৪ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি :
সুশাসন ও পরিষেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে সকল অংশীদারদের প্রচেষ্টাকে একত্রিত করে একটি সহযোগিতামূলক পরিবেশ তৈরি এবং একটি সংবেদনশীলতা সভা মঙ্গলবার মৌলভীবাজারের একটি রেষ্টুরেন্টের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। নাগরিকতা কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক আসিফ আহমেদ তন্ময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
ডিনেট কর্তৃক আয়োজিত এবং মৌলভীবাজার জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন স্তরের অংশীজনদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভার মূল উদ্দেশ্য ছিল নাগরিক সমন্বয় প্রকল্পের লক্ষ্য এবং কর্মপরিকল্পনা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা, চাহিদা মূল্যায়ন প্রতিবেদন থেকে মূল ফলাফলগুলি ভাগ করে নেওয়া এবং সফল বাস্তবায়নের জন্য মূল সরকারি বিভাগ এবং স্থানীয় অংশীদারদের কাছ থেকে সহযোগিতামূলক সহায়তা নিশ্চিত করা।
প্যানেল আলোচনা অধিবেশনের বিশেষ অতিথি এবং মডারেটর ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মামুনুর রশীদ। এসময় তিনি এই উদ্যোগের সাফল্যের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সুশীল সমাজ, সমাজসেবা, মহিলা ও শিশু বিষয়ক বিভাগ, যুব উন্নয়ন বিভাগ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন। এই অধিবেশনটি বিশেষভাবে সরকারি পরিষেবা প্রদানকারী এবং প্রকল্পের অংশীদার সংস্থাগুলির মধ্যে সরাসরি সহযোগিতা এবং সমন্বয় নিশ্চিত করার জন্য তৈরি করা হয়। স্ব-স্ব বিভাগের নাগরিক সেবার নানা কার্যক্রম তোলে ধরেন জেলা যুবউন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক ইকবাল নাসির, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহেদা আক্তার, নিশ্চয় সহায়ক সংস্থার নির্বাহী পরিচালক জামিল আহমদ চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকসি ইকবাল প্রমুখ।
২৭ মাসব্যাপী ‘নাগরিক সমন্বয় ’ (নাগরিক জোট) প্রকল্পটি নাগরিক সম্পৃক্ততা তহবিলের (নাগরিকতা) অধীনে বাস্তবায়িত হচ্ছে। যার আর্থিক সহায়তা সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি)। ‘ডোনেট’ মৌলভীবাজার জেলার চারটি উপজেলায় চারটি স্থানীয় অংশীদার সংস্থার সাথে অংশীদারিত্বে প্রকল্পটি বাস্তবায়ন করছে। কমলগঞ্জে জনকল্যাণ কেন্দ্র, শ্রীমঙ্গলে প্রগতি সমাজ উন্নয়ন সংস্থা, কুলাউড়ায় নিশ্চয় সহায়ক সংস্থা ও বড়লেখায় প্রচেষ্টা নামক এনজিও প্রকল্পটি বাস্তবায়ন করছে।