মহানগর আ.লীগ নেতা ফরহাদ বক্স গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৫, ৮:১৮:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরী থেকে সিলেট মহানগর আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম ফরহাদ বক্স (৬১)। তিনি আখালিয়া পুর্বাশার মৃত হাজী চুনু মিয়ার পুত্র এবং সিলেট মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক, সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আবদুল মুহিতের ঘনিষ্টজন ও ব্যক্তিগত গাড়ি চালক ছিলেন।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যার পর আখালিয়াস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে জালালাদ থানাপুলিশ।
মঙ্গলবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত একটি মামলায় গ্রেফতারি পরওয়ানাভূক্ত আসামী ছিলেন। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।