গোয়াইনঘাটে বিপুল বিদেশী মদসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৫, ৮:২০:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিপুল পরিমাণ বিদেশী মদসহ সিলেটের গোয়াইনঘাট থেকে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে সালুটিকর বহরঘাটায় অভিযান চালিয়ে ফেন্সিডিল ও হুইস্কিসহ তাকে গ্রেপ্তার করা হয়।
তার নাম আজাদ মিয়া। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়নের পূর্ব বর্ণি গ্রামের মৃত আম্বর আলীর ছেলে এবং পেশাদার মাদক ব্যবসায়ী হিসাবে এলাকায় কুখ্যাত। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৬৩ বোতল ফেন্সিডিল ও ৩৭৫ বোতল হুইস্কি আটক করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বহরঘাটা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আজাদ মিয়াকে। মাদক আইনে মামলা দায়েরপূর্বক তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।