২ বাসদ নেতার জামিন নামঞ্জুর : জেলগেটে জিজ্ঞাবাসাদের অনুমতি
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৫, ৮:২৩:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ থেকে নগরীতে হামলা ভাংচুরসহ দুটি মামলায় কারাগারে আটক দুই বাসদ নেতার জামিন নামঞ্জুর করেছেন আদালত। আসামিদের একদিন জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। একই সময়ে আসামীপক্ষের আইনজীবীদের জামিন আবেদনও নামঞ্জুর করেছেন আদালত।
আটক দুই নেতা হলেন- সিলেট জেলা বাসদের আহবায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল।মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক হারুনুর রশীদের আদালতে আসামিদের হাজির করা হলে আদালত এ আদেশ দেন।
এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট জেলা বারের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন। তিনি বলেন, মঙ্গলবার তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমাণ্ড চায় পুলিশ। আদালত শুনানি শেষে রিমাণ্ড আবেদন নামঞ্জুর করে একদিন জেল হাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। তিনি বলেন, আমরা জামিন আবেদন করেছিলাম। আদালত তা নামঞ্জুর করেছেন।
প্রসঙ্গত- অবৈধ ব্যাটারি রিকশা চালকদের তান্ডবের মামলায় গত ২৭ সেপ্টেম্বর শনিবার নগরীর আম্বরখানা এলাকার নিজ কার্যালয় থেকে আটক হন বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল। দুই নেতার খোঁজ নিতে কোতোয়ালি থানায় গেলে সেখানে আটক করা হয় সৈকত ও রনি নামে দুই অটোরিকশা শ্রমিককে। তাদেরও ওই দুটি পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে যানবাহন ভাংচুরের দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়। এরপর সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সিলেট মহানগর হাকিম আদালত-১ এর বিচারক মো. শরিফুল হক দুটি মামলায় তাদের দুজনের জামিন মঞ্জুর করেন। পরদিন আরো নতুন দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে তারা কারাগারে রয়েছেন।