রূপালী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৫, ৬:২৪:০১ অপরাহ্ন

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেছেন, রূপালী ব্যাংক দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। তাই গ্রাহকদের আস্থা অর্জনের লক্ষ্যে আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করতে হবে।
বুধবার সিলেট নগরীর পীরেরবাজারস্থ ব্রাক লার্নিং সেন্টারের কনফারেন্স রুমে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি সিলেট বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে আগস্ট ২০২৫ ভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
রূপালী ব্যাংক পিএলসির সিলেট বিভাগীয় মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান কমল ভট্টাচার্য্য এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর, আদায় বিভাগ-২ এর উপ-মহাব্যবস্থাপক মোঃ মাহমুদুল ইসলাম।
সভায় ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. ফজলুল হক, জয়া চৌধুরী, বিপ্লব কুমার তালুকদার, মোহাম্মদ আশরাফ হোসেন, মাসুক-ই-এলাহীসহ সিলেট বিভাগের আওতাধীন কর্পোরেট শাখার নির্বাহীসহ সকল শাখা ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





