ব্যবসায়ী নোমান হত্যার প্রতিবাদে জকিগঞ্জে প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৫, ৭:৪৪:৪৫ অপরাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের আলোচিত ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যার প্রতিবাদে বুধবার বিকেলে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর আট মহল্লা প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন।বিকেল চারটায় শুরু হওয়া মানববন্ধনে বক্তারা বলেন, নোমান উদ্দিন ছিলেন সৎ, জনপ্রিয় ও সমাজসেবক ব্যবসায়ী। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বক্তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর আট মহল্লা প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি মো. জালাল উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট-৫ ( জকিগঞ্জ-কানাইঘাট) আসনের বিএনপি দলীয় সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মো: জাকির হোসেন, কৃষকদলের সিলেট জেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের জকিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মাতাব হোসেন চৌধুরী, সাংবাদিক এনামুল হক মুন্না, আব্দুল আহাদ, ব্যবসায়ী সমিতির সভাপতি নূরুল ইসলাম, শিক্ষক হাবিবুর রহমান ও যুবনেতা মাসুক আহমদ প্রমুখ। বক্তারা বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে নিহতের শ্যালক হানিফ আহমদ সুমনের সংশ্লিষ্টতা প্রকাশ পাওয়া উদ্বেগজনক। তাঁকে রিমান্ডে নিয়ে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে নিহত নোমান উদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া এলাকাবাসী নোমান হত্যার দ্রুত বিচার না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।





