এমরান চৌধুরীর উদ্যোগে আজ গণমিছিল
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৫, ৮:০৮:০১ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিয়ানীবাজারে এক গণমিছিলের আয়োজন করা হয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এ মিছিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী পিএইচজি হাইস্কুল মাঠ থেকে গণমিছিল শুরু হবে। অনুষ্ঠেয় এ গণমিছিলে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ বিয়ানীবাজারের গণতন্ত্রকামী জনগণের উপস্থিতি কামনা করেছেন। বিজ্ঞপ্তি





