কোরআন অবমাননার প্রতিবাদে উলামা মাশায়েখ আইম্মা পরিষদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৫, ৮:১১:৪১ অপরাহ্ন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক মহাগ্রন্থ আল-কোরআন অবমাননার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা আসআদ উদ্দিন এর সভাপতিত্বে ও শাখা সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুর রহমান আজাদের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতি সাইদ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা সাধারণ সম্পাদক মুফতী ফখরুদ্দীন আহমদ, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, মহানগর সহ সাধারণ সম্পাদক মাওলানা সিরাজ উদ্দিন আনসারী, সংগঠনের দক্ষিণ সুরমা থানা সভাপতি হাফিজ মাওলানা জাকির হোসাইন, মাওলানা আব্দুল্লা আরফাত। বিজ্ঞপ্তি







