আইন অমান্য করলে মোটরবাইক আরোহীদের জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৫, ৮:৪১:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে মোটরবাইক আরোহীদের ব্যাপারে কঠোর রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সড়ক পরিবহন আইন অনুযায়ী কোনো আইন অমান্য করলে জরিমানা করা হবে। এমনকি নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে এসএমপি।
এসএমপির অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪৯ (১) (চ) ধারা মোতাবেক চালক ব্যতীত একজনের অধিক সহযাত্রী বহন করা যাবে না। চালক ও সহযাত্রী উভয়কে যথাযথভাবে হেলমেট ব্যবহার করতে হবে। এ বিধান প্রথমবার লঙ্ঘনের জন্য জরিমানা ৩ হাজার টাকা। দ্বিতীয়বার লঙ্ঘন করলে জরিমানা ৬ হাজার টাকা। তাছাড়া কারাদন্ড প্রদানের বিধানও রয়েছে। তাই সিলেট মহানগর এলাকায় চলাচলকারী মোটরসাইকেল আরোহী ও সহযাত্রীকে হেলমেট ব্যবহার করতে অনুরোধ করেছে পুলশ।







