ট্রেন দূর্ঘটনার তদন্ত প্রতিবদেন জমা কাল
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৫, ৮:৪৭:২২ অপরাহ্ন
লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টার বরখাস্ত

স্টাফ রিপোর্টার : সিলেট-আখাউড়া রেল সেকশনের মোগলাবাজারে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ট্রেনটির লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। সাময়িক বরখাস্তকৃতরা হলেন ট্রেনটির লোকমাস্টার (চালক) মো. ইলিয়াস ও সহকারী লোক মাস্টার জহিরুল ইসলাম নোমান। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে আগামীকাল শুক্রবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, গত মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে মোগলাবাজারে উদয়ন ট্রেন লাইনচ্যুতের ঘটনার কারণ অনুসন্ধানে ওই দিনই ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ এই কমিটি গঠন করেন।
কমিটির সদস্যরা হলেন, রেলওয়ের ঢাকা অঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা, বিভাগীয় প্রকৌশলী-২, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী। কমিটিকে ৩ দিন অথ্যাৎ শুক্রবারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রেল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে কুলাউড়া থেকে রিলিফ ট্রেন এসে দূর্ঘটনাকবলিত ইঞ্জিন ও বগিগুলো উদ্ধার করেছে। গতকাল বুধবার ইঞ্জিন ও বগি উদ্ধার করে সিলেট নিয়ে আসা হয়।
সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনায় ট্রেনটির লোকমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপারে জানতে ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফের সেঙ্গ মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি।







